সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে অলিপুরায় ব্রীজের নিচে ব্রহ্মপুত্র নদীতে গণগোসল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে অলিপুরা ব্রীজের নিচে এ আয়োজন করেন এতে শত শত দর্শনাথীরা গণগোসল দেখতে ভিড় জমায়। গোসল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উদ্ধোধক বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মনির হোসেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা নদী বাঁচাও আন্দোলন এর সভাপতি কবি জামান ভুইঁয়া, কাঁচপুর হাইওয়ে থানার সাবেক অফিসার ইনচার্জ মোজ্জাফর হোসেন, বিডি ক্লিন এর সভাপতি সাংবাদিক রানা ভুইঁয়া, দেলােয়ার হোসেন সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তবে বলেন, সোনারগাঁয়ে ব্রক্ষপুএ নদীর পানি দিন দিন দুর্ষিত হচ্ছে দেখার মত কেউ নেই বিভিন্ন শিল্প প্রতিষ্টানের ব্রজে ও ময়লায় পানি কালো হয়ে যাচ্ছে। এবং এতে করে নদীর মাছ বিলুপ্ত হয়ে যাবে আগের মত এখন আর নদীতে দেশী মাছ দেখা যায় না নদীর এই দুর্ষিত পানির কারনে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে ও পানির দুগন্ধে নদীতে গোসল ও করা যায় না। তাই সকলে ঐকবদ্ধ হয়ে আন্দোলন করে নদীগুলোকে বাঁচাতে হবে। এবং প্রর্শাসনের দৃষ্টি আকশন করছি আপনারা এই নদীগুলো রক্ষা করতে দ্রুত এগিয়ে আসবেন।