সোনারগাঁয়ে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর তত্ত্বাবধায়নে উপজেলায় সর্বমোট ১৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক উপজেলার বিভিন্ন জায়াগায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রশিক্ষক উত্তম কুমার দেবনাথ, প্রশিক্ষিকা ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হিসেবে এসব চারা গাছ রোপণ করা হচ্ছে। যাতে করে উদ্ভিদকুল, প্রাণিকুল এবং সর্বোপরি বাসযোগ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হয়।