সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ৬ নং ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সাধারণ ভোটারগণরা উপস্থিত হন।
২৮ এপ্রিল রবিবার সন্ধ্যার পর বাবুল ওমর বাবু এর বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মাষ্টারের সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউপি সদস্য আমান উল্লাহ আমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু, হেকিম সাউদ, বিশিষ্ট সমাজ সেবক সালাম, যুবলীগ নেতা হুমায়ুন আহম্মেদ সানি, বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হাজী, সাবেক ইউপি সদস্য জোহরা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন, ইয়াসিন মিয়া, আক্তার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় বাবুল ওমর বাবু বলেন, আমি সোনারগাঁ বাসীর ও আপনাদের সেবা করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি সব সময় আপনাদের সাথে নিয়ে থাকতে চাই। ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে যতটুকু পেরেছি সোনারগাঁ বাসীর সেবা করেছি এবং ভাইস চেয়ারম্যানে দেওয়ার মত তেমন কিছুই না। মহান আল্লাহ তালায় যদি কবুল করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজদের ভুমি দস্যুদের জায়গা হবে না একটি অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই কেউ যদি কোনো সমস্যা করতে চায় তাহলে আমরা ও কাউকে ছাড় দেব না আমি সকলের নিকট দোয়া কামনা করি।
এ সময় কাঁচপুর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান মোশারফ ওমর বলেন, সোনারগাঁ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে বাবুল ওমর বাবু মত একজন কর্মী বান্ধব নেতার প্রয়োজন আছে এবং তিনি সব সময় আপনাদের সাথে আছে উপজেলা নির্বাচনে বাবুল ওমর বাবু কে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আজকে ৬ নং ওয়ার্ড বাসীকে ধন্যবাদ জানাই আপনারা এই আলোচনা সভায় এসে মুখরিত করেছেন।
এ সময় এলাকার সাধারণ জনগণরা বক্তব্য বলেন, উপজেলা নির্বাচনে বাবুল ওমর বাবু মত একজন চেয়ারম্যান এর প্রয়োজন আছে যাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকা বাসীর উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
প্রকাশক: মীযানুর রহমান ও সম্পাদক: এম আলতাফ মাহমুদ
Copyright © 2024 পরিবেশ কন্ঠ. All rights reserved.