November 22, 2024, 1:21 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

ইসরায়েলি বিমান অবতরণকে রহস্যজনকভাবে দেখছেন রিজভী

রিপোর্টারের নামঃ
November 22, 2024, 1:21 am

দেশে ইসরায়েলি বিমান অবতরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘রহস্যজনক’ বলেছেন রুহুল কবির রিজভী। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। তবে যুতটুকু শুনতে পাচ্ছি এ ঘটনা রহস্যজনক, এটা উদ্বেগজনক।’

ফ্লাইট নজরদারিবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্যানুযায়ী, গত ১১ এপ্রিল ঈদের দিনে বাংলাদেশ সময়রাত প্রায় ৮টা নাগাদ ইসরায়েলি একটি ফ্লাইট তেল আবিব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। দুর্নীতির মহাকাব্যের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে। দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করেই চলছে অবৈধ ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন? ভোট প্রিয় হবে কেন? মানুষের মতপ্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলো ছাড়াইতো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছে। পৃথিবীর ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আশকারা দেওয়া হয়, দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে তারা মত্ত হয়ে ওঠে। এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠছে। রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তারা। আজও মুন্সীগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, ‘সব জরাজীর্ণতা মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা, গণতন্ত্রকে ফেরানো, আমাদের আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করা, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনা- এসবই হোক আমাদের প্রত্যাশা।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর