দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তায় ও শুন্যতায় সোনারগাঁ উপজেলায় গুরুত্বপূর্ণ ০৭ (সাত) টি পয়েন্টে নিরাপত্তা ও নিয়ন্ত্রনের বিশেষ ভূমিকা পালন করছেন সোনারগাঁ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা গত মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় পুলিশ লাইনস, থানাসহ বিভিন্ন ট্রাফিক পয়েন্টে বিশেষ দায়িত্ব পালন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোনারগাঁ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জেলা কমান্ড্যান্ট মোঃ মাহাবুবুর রহমান সরকারের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা, সাবজোন-৩, কাঁচপুর পুলিশ ক্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ নারায়ণঞ্জ, কাঁচপুর ট্রাফিক পয়েন্ট, মদনপুর ট্রাফিক পয়েন্ট, মোগড়াপাড়া (চৌরাস্তা) ট্রাফিক পয়েন্ট, হাইওয়ে পুলিশ মনিটরিং সেন্টার, মেঘনা টোল প্লাজা মোট ৭টি পয়েন্টে সাধারন আনসার, ভাতাভোগি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ইউনিয়ন/উপজেলা/ওয়ার্ড আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী প্রান্টন আনসার কমান্ডারগণ নিরন্তর দায়িত্ব পালন করে চলেছে।
এছাড়াও সোনারগাঁ ১০ টি ইউনিয়ন ৬১ টি পৌরসভায় আনসার ও ভিডিপি ভাতাভোগী সদস্যদের মাধ্যমে সেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কার্যক্রম চলমান
প্রকাশক: মীযানুর রহমান ও সম্পাদক: এম আলতাফ মাহমুদ
Copyright © 2024 পরিবেশ কন্ঠ. All rights reserved.