সাদ্দাম হোসেন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এর দিক-নির্দেশনায় এবং রায়পুরা থানার এক চৌকস আভিযানিক দল সহ অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ এর সার্বিক সহযোগিতায় রায়পুরা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযান পরিচালনার অংশ হিসেবে রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি সাকিনস্থ জনৈক মোর্শেদ মেম্বারের বাড়ির পূর্ব পাশে মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভিতর ২৮ই জুলাই রোববার দুপুরে দুধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ইউনুস আলী, পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-সোনাকান্দি কান্দাপাড়া, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী এর হেফাজত হইতে (১) ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, (২) ০২ (দুই) টি ১২ বোর শর্টগানের কার্তুজ এবং (৩) ২১০ (দুইশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করে।
এই সংক্রান্তে এসআই/মাহমুদুল হাসান বাদী হয়ে রায়পুরা থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) এবং রায়পুরা থানার মামলা নং-২৪, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক ০২ টি মামলা দায়ের করেন।