October 9, 2024, 4:28 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

সোনারগাঁয়ে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন

রিপোর্টারের নামঃ
October 9, 2024, 4:28 am

মোঃমীমরাজ হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ‘বেঁচে থাকলে পেনশন, পাওয়া যাবে আজীবন মারা গেলে ১৫ বছর’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ পিরোজপুর  সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রম উদ্ধোধন করেন উপ পপরিচালক (উপ সচিব) স্হানীয় সরকার, নারায়ণগঞ্জ মৌরিন করিম।

 

গতকাল বৃস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপ পপরিচালক (উপ সচিব) স্হানীয় সরকার নারায়ণগঞ্জ মৌরিন করিম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সব পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে।

এসময় পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন পরিষদ মাঠে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সালেহা নূর,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর