October 9, 2024, 2:52 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নামঃ
October 9, 2024, 2:52 am
oplus_0

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে চাঁদা দাবি বিষয়ে মিথ্যাচার করার প্রতিবাদ সমাবেশ করেছে বারদী ইউনিয়নের  সবস্তরের জনগন।

১৩ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার বারদী নতুন মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময়  শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মৎস্যজীবি দলের নেতা সেলিম হোসেন দীপু,জহিরুল,মীর্জা মুন্না,সামসুল হক,ইব্রাহিম, এনামুল হক মীঠু,মুকুল,সাগর বাদশা,ডা সানাওয়ার,আনোয়ার রাজিবসহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জাতীয় দৈনিক ও স্থানীয় একটি পত্রিকায় বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থেকে তিনজন বিএনপির নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়ে তা সত্য নয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনজন নেতা রাত দিন মন্দির পাহাড়া দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন তাদের আচরণেস সন্তুষ্ট।একটি কু চক্রী মহল যে প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস বলেন, আমার কাছে কেউ চাঁদা দাবি করেননি। পত্রিকার প্রতিবেদনে দেখলাম আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমি নাকি বলেছি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বিএনপি নেতারা। আমার সঙ্গে কোন ব্যক্তি বা সাংবাদিকের কোন কথা হয়নি। কিভাবে আমার বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলধার বলেন বারদী হিন্দু অধ্যাষিত এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও বারদীতে হয়নি। মিথ্যা প্রতিবেদন করে সম্মান ক্ষুন্ন করেছেন। প্রতিবেদনে যা বলা হয়েছে এখানে উল্টো চিত্র ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর