September 12, 2024, 1:58 pm
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

সোনারগাঁয়ে থানা গির্জা মন্দির পাহারায় সজিব

রিপোর্টারের নামঃ
September 12, 2024, 1:58 pm
Oplus_0

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা, গির্জা, মন্দির পাহারা দিচ্ছে নারায়ণগঞ্জ জেলা যুবদল যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। হামলা থেকে রক্ষা করতে এসব পাহারা দিচ্ছেন তারা।  প্রত্যক্ষদর্শীরা জানান, জনরোষ থেকে থানায় থাকা পুলিশ সদস্যদের বাঁচাতে থানার গেট পাহারা দেন বিএনপির নেতারা। প্রতিদিন ক্রমান্বয়ে তারা থানার সামনে অবস্থান করে পাহারা দিচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদল এর যুগ্ম আহ্বায়ক কাজী খাইরুল ইসলাম সজিব বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের। এ দেশ রক্ষার দায়িত্বও আমাদের। শেখ হাসিনার পতনের বিজয় উল্লাস প্রমাণ করে দেয় মানুষ কত কষ্টে ও জিম্মি ছিল। সবকিছু ভুলে গিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেতাকর্মীদের আহ্বান জানাই। প্রতি রাতে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের জান মাল, মন্দির ও গির্জা পাহারা দিচ্ছে।

তিনি আরো বলেন, সোনারগাঁ থানায় কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি। তাদেরকে তাদের কার্যক্রম এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য আশ্বস্ত করেছি। এছাড়া আমাদের নেতাকর্মীরা রাত জেগে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ধর্মীয় প্রার্থনালয় ও সাধারণ জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে কোন লুটপাটকারী যেন অনাকাঙ্ক্ষিত কিছু করতে না পারে সেদিকেও আমাদের কর্মীরা সজাগ রয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা রাহীম,ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ,বৈদ্যারবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ, সোহাগ ভূঁইয়া,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর