সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃগত ৪ সেপ্টেম্বর রোজ বুধবার সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে চাদপুরের মনিপুরা গ্রামে (ডাকাতিয়া নদীর তীরে) বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবকদের সহায়তায় ভুক্তভোগী ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেয়।
সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মো আজাদ হোসেন বলেন , ‘আমরা রাত ৮টা পর্যন্ত পুরো এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের কাছে আমাদের উপহার সামগ্রী পৌছে দিয়ে আসি।মানুষজন পানিবন্দী অবস্থায় অনেক অসহায় জীবনযাপন করছে’।
এই মহৎ কাজের প্রশংসা করে প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মো নাসির উদ্দিন বলেন, আমাদের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত পরিচালকবৃন্দের সমন্বয়ে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ সবসময় সকলের পাশে থাকবে।
উল্লেখ্য ২০২৩ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ সোনারগাঁও উপজেলার নয়াপুরে অবস্থিত।ইতোমধ্যেই যুগোপযোগী ও আধুনিক শিক্ষা প্রদানে অভিভাবক ও এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ।