October 9, 2024, 3:02 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ  নিয়ে হামলা, থানায় অভিযোগ

রিপোর্টারের নামঃ
October 9, 2024, 3:02 am
Oplus_131072

পরিবেশ কন্ঠঃনারায়ণগঞ্জ সোনারগাঁ দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলিতেছে বিরোধের জেরে মোস্তফা বাড়ী হইতে আসরের নামাজ পড়তে যাওয়ার পথে সাদেকুর রহমান সাদেক এর বাড়ীর সামনে পথরোধ করিয়া অশ্লিল ভাষায় গালীগালাজ করে, খুন/জখমের হুমকি প্রদান করিয়া পূর্বের মামলা তুলে নিতে বলে। মামলা তুলে নিতে অস্বীকার করায় তাহাকে এলোপাথারী ভাবে মাথায়, হাতে,পিঠে, পেটে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া নিলাফুলা জখম করে। উক্ত স্থানে শোর চিৎকার শুনিয়া আত্বীয় স্বজন সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করিয়া বাড়ীতে আনিয়া মাথায় পানি দিয়া এবং হাতে পায়ে ম্যাসেস করিলে জ্ঞান ফিরে আসে। উক্ত ঘটনার কারণে আহত রাতেই স্ট্রোক করিলে তাহার শরীরের বাম পাশ অবশ হইয়া যায়। পরের দিন অর্থাৎ ২৭/০৪/২০২৪ তারিখ তাহাকে চিকিৎসা জন্য ইনিষ্টিটিউট অব নিউরোলোজি হাসপাতাল, আগারগাও,ঢাকা নিয়ে ভর্তি করি। বর্তমানে উক্ত হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে আহত মোস্তফা।

এঘটনায় আহতের স্ত্রী শিরিন বেগম তাঁর ১।সাদিকুর রহমান সাদেক (৪৮), পিতা-মৃত বিল্লাল, ২। শাকিল (২৮), ৩। সাকিব (২২), উভয় পিতা- সাদিকুর রহমান সাদেক, ৩। আলেহা (৪০), স্বামী- সাদিকুর রহমান সাদেক, ৪। বকুল (৩২), ৫। আনোয়ার (৪৫)উভয় পিতা- আবু, ৬। মনির (৪২), ৭। কবির (৩৮), উভয় পিতা-মৃত সুরুজ মিয়া, ৮। হুমায়ুন (৪৫), পিতা-মৃত মোবারক, ৯। হৃদয় (২৪), পিতা-হুমায়ুন, ১০।জামাল (৬০), পিতা- মৃত কেতা, ১১। সাকিল (২৫), পিতা-জামাল, ১২। আবু (৬৫), পিতা-মৃত আজিজ, ১৩। জসিম (৬০), পিতা- আফর উদ্দিন, ১৪। সোহেল (২৮),পিতা-জামাল, ১৫। মনির (৩৫), পিতা-মৃত মালেক, ১৬। সোহান (২৫), পিতা-আবু, সাং-আলগীরচর, ইউপি-বারদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকতা কামরুজ্জামান বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ নিয়ে হামলা এই বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর