October 9, 2024, 4:27 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

নারীকে মারধর পিটিয়ে জখমও  করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নামঃ
October 9, 2024, 4:27 am

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃসোনারগাঁয়ে এক  নারীকে মারধর পিটিয়ে জখমও  করার অভিযোগ এনে ২৫সেপ্টেম্বর (বুধবার)  দুপুরে নয়াপুর একটি রেস্টুরেন্ট  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী সুমি আক্তার।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়েট সাদিপুর ইউনিয়নে ওলামাপাড়া এলাকায় সুমি আক্তার নামে এক নারীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে যখম করেছে স্থানীয় সন্ত্রাসী, শহীদুল্লাহ ও জাওয়াদ।আজ ২৫ সেপ্টেম্বর সকালে সোনারগাঁও থানায়  একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগে সুমি আক্তার বলেন শহীদুল্লাহ, জাওয়াত, আল আমিন, মিজান, মহিবুল, তবারক সর্ব সাং- সাদিপুর বড়বাড়ী, থানা-সোনারগাঁ, জেলা-নারয়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, উক্ত লোক গুলো  সাদিপুর ওলামাপাড়া সাকিনে আমার ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য পায়তারা করিতে থাকে। আমাকে খুন/জখম করার জন্য হুমকি প্রদান করিতে থাকে। বিবাদীগন আমার ঘরে প্রবেশ করিয়া ঘর হইতে অনুমান ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার বিভিন্ন ধরনের মালামাল চুরি নিয়ে যায়। বিবাদী ঘরের আসবাব পত্র ভাংচুর করিয়া অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। বিবাদীগন আমার ঘর বাড়ী জ্বালাইয়া দেওয়ার হুমকি প্রদান করে। আমি আমার জমিতে ঘর উত্তোলন করিতে গেলে  তারা বাধা প্রদান করে। আমার বাড়ী থেকে তাড়াইয়া দিলে আমি মদনপুর এলাকায় ভাড়া থাকি।
 বর্তমানে আমি আমার উক্ত বাড়ীতে গেলে আমাকে খুন করার হুমকি প্রদান করে। আমি আমার উক্ত সম্পত্তিতে নির্মান কাজ করিতে গেলে বিবাদীগন বাধা প্রদান করে। সর্বশেষ গত ইং ২৫/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমি সোনারগাঁ থানাধীন সাদিপুর ওলামাপাড়া সাকিনে আমার নিজস্ব বাড়ীতে গেলে বিবাদীগন আমাকে ধারালো দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে আমাকে আটক করিয়া খুন/জখমের হুমকি প্রদান করে। একপর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করিয়া হাতে পায়ে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। বিবাদী আমার পরিধেয় বস্ত্র টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী করে। আমাকে সাহায্য করার জন্য আমার বোন সীমা (৩২) এগিয়ে আসিলে বিবাদীগন তাহাকেও মারপিট করিয়া হাতে পায়ে পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।  আমার গলায় থাকা একটি ০১ভরি ওজনের স্বর্নের চেইন মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা নিয়ে যায়। তারা বলে যে আর কোনদিন উক্ত সম্পত্তিতে আসিলে আমাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। পরবর্তীতে আত্মীয় স্বজনের সহায়তায় আমি ও সীমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনারগাঁ নারায়ণগঞ্জ চিকিৎসা গ্রহন করি। উক্ত লোকগুল খুবই খারাপ প্রকৃতির লোক। যেকোন সময় আমি বা আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করিতে পারে। বর্তমানে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। চিকিৎসা গ্রহন করিয়া এবং ঘটনার বিষয়ে আমার আত্মীয় স্বজন সহ গন্যমান্য ব্যাক্তিদের সহিত আলোচনা করিয়া থানায় গিয়ে অভিযোগ করছি
 সুমি দেশ বাসীর আইনগত সহায়তা চাই আমি।
অভিযোগ এর বিষয় জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন অভিযোগ পাইছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর