October 9, 2024, 2:53 am
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনকাল ২০২৪০ দিন স্মরণে পরিবেশ দিবস উদযাপন

মোঃ রানা সরকারঃ
October 9, 2024, 2:53 am

৫ জুন ২০২৪ তারিখ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনকাল (২০২৪০ দিন) স্মরণে সমগ্র জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণ করেন। মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীকাল ছিলো ২০২৪০ দিন। তারই সম্মানার্থে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং ৬ টি উপজেলা প্রশাসন প্রত্যেকেই ২০২৪০ টি করে সমগ্র মুন্সীগঞ্জ জেলায় জুন হতে আগস্ট মাস পর্যন্ত সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার ৬৮০ টি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় পরিবেশ দিবসে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অবস্থিত চাম্পাতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮.০০ টায় বৃক্ষরোপণের মাধ্যমে ৩৫০০০ চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগন্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আবুজাফর রিপন, বিপিএএ।
এরই অংশ হিসেবে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তারের সার্বিক ব্যবস্থাপণায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধসহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ ও যাতায়াতের রাস্তার পাশে ৮০০০ গাছের চারা রুপণ করা হয়েছে।

এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির পর পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর