November 14, 2024, 5:40 pm
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করলেন সংসদ সদস্য ফয়সাল বিপ্লব

রিপোর্টারের নামঃ
November 14, 2024, 5:40 pm

গজারিয়া(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃগজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ,চাউল ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩(গজারিয়া-সদর)আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব।

রবিবার (২ই জুন) সকাল ১১ঘটিকা থেকে উপজেলার গজারিয়া ইউনিয়ন এর নয়ানগর, বালুচর,বাশগাঁও ও হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচর,বলাকীচর পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে নগদ অর্থ,চাউল ও টিন বিতরণ করেন,এছাড়াও নয়ানগরে ক্ষতিগ্রস্ত মসজিদ সংস্কারে নগদ তিন লক্ষ,ইসমানির চরে বাঁধ সংস্কারে তিন লক্ষ টাকা ও বলাকীচর সাতঘড়িয়া কান্দীতে বাঁধ সংস্কারে নগদ তিন লক্ষ টাকা প্রদান করেন।এছাড়াও নয়ানগরে বাধ নির্মান করে দেওয়ার ঘোষণা দেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাম্মী আক্তার,ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার প্রমুখ।

উল্লেখ্য গত ২৭মে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী একাধিক গ্রামের ২৩টি পরিবারে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত,নদীতে বিলীন সহ মসজিদ,বাঁধ,রাস্তার ব্যাপক ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর