পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন।
ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, ‘সোনারগাঁবাসী তথা সমগ্র নারায়ণগঞ্জের সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আসুন আমরা প্রত্যেকে সংযমী হই এবং আল্লাহর নৈকট্য হাসীল করার জন্য ভালো ভালো কাজ করি। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুক আমিন। সবাইকে জানাই ঈদ মোবারক’।