সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃসোনারগাঁ উপজেলার ঐতিহ্যেবাহী হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে ২য় বারের মতো কো অপ্ট সদস্য নির্বাচিত হন- সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল।
বুধবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভায় এ সিধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি নুরুজ্জামান সাহেবের সভাপতিত্বে। এতে সর্বসম্মতিক্রমে রাশেদুল ইসলাম রাসেল কে ২য় বারের মত ‘কো-অপ্ট সদস্য’ পদে নির্বাচিত করা হয়েছে।
রাশেদুল ইসলাম রাসেল নারায়ণগঞ্জ ৩ এর মাননীয় সংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান মাসুম চেয়ারম্যান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।আরো কৃতজ্ঞতা জানায় তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি নুরুজ্জামান এর প্রতি।