সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন সোনারগাঁ উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
সোমবার বিকেলে উপজেলার স্থানীয় একটি রির্সোটে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন তিনি।
মত বিনিময় সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ে তোলা এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন তিনি।
এছাড়া সোনারগাঁয়ের পর্যটনের উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.কামাল হোসেন, যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপন প্রমূখ।