September 12, 2024, 2:31 pm
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

নরসিংদীতে জেলা জামায়াত-শিবিরের শোকরানা মিছিল অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলাঃ
September 12, 2024, 2:31 pm

দীর্ঘ বছর পর নরসিংদী জেলা সদরের প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সভা ও শোকরানা মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বিকেল তিনটায় শহরের শিক্ষাচত্ত্বরে নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার, সদর থানার আমীর মাহফুজ ভূইয়া, মাধবদী থানার সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম, সেক্রেটারী রাকিবুল ইসলাম, নরসিংদী শহর সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী ইয়াছিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন।

সভায় এ বিজয়ে ও সৈরশাসন পতনে আল্লাহ’র শোকরিয়া আদায় করা হয়। এছাড়া বিজয়ের পর বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয় এবং গায়েবানা জানাজা আদায় করেন উপস্থিত সকলে। পরে শিক্ষা চত্বর থেকে একটি শান্তিপূর্ণ শোকরানা মিছিল নিয়ে ভেলানগরস্থ জেলখানা মোড়ে যাওয়ার পথে নরসিংদী সদর উপজেলা মোড় কোর্ট এলাাকয় মিছিলটি আটকে দেয় সেনাবাহিনী। পরে এখানেই মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর