প্রেমিক হাকান সাবানজিকে নিয়ে দুনিয়া ঘুরছেন জনপ্রিয় তুর্কি তারকা হান্দে এর্চেল। এর মধ্যেই বাগদান নিয়ে জোর চর্চা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জাপানে ঘুরতে গেছেন গেছেন এই জুটি; দিন চারেক আগে টোকিওতে ঘোরাঘুরির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁরা। একটি ছবিতে হান্দে এর্চেলের আঙুলে আংটি দেখা গেছে; এর পর থেকেই বাগদানের খবরটি চাউর হয়েছে
ছবি: হান্দে এর্চেলের ইনস্টাগ্রাম থেকে