September 12, 2024, 3:04 pm
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

সোনারগাঁওয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

রিপোর্টারের নামঃ
September 12, 2024, 3:04 pm
Oplus_0

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার সোনারগাঁও থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

 

জান্নাতুল ফেরসৌস রিমু বলেন , উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের সাথে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে শত্রুতার ও দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে আনোয়ার হোসেন, জুয়েল, ওসমান, মোখলেছুর রহমানসহ ২০-২৫ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা করে তার দুই দেবরকে কুপিয়ে আহত করে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর