মুন্সিগন্জ(গজারিয়া)সংবাদদাতাঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর (৩০) লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার টেঙারচর ইউনিয়নের বৈদ্দারগাঁ গ্রামের দক্ষিণ মহল্লায় কাঁচা সড়কসংলগ্ন ভুট্টা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজ সোমবার সকালে স্থানীয় কয়েকজন কবর জিয়ারত করতে গিয়ে রাস্তার পাশে ভুট্টা খেতে লাশটি দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিষয়টি জানায়। পরে তাঁরা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত ও অধিকতর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।